শয়তানকে ওরা পাথর মারে-
সূর্যের রঙে ওদের ধর্মে লেখা আছে।
ওরা পাথর ছোঁড়ে অন্ধকারে...
অত্যাচারীর বন্দুকের সামনে ওদের অস্তিত্ব নাচে!

স্বভূমিতে ওরা চায় স্বজাতির মান-
পথ চলার দাবি যেন সমুদ্রের হুঙ্কার।
জমিদারদের লড়াইয়ের বলি টিমটিমে শিখার মতো ওদের প্রাণ।
নৌকা আছে ঘাটে বাঁধা, নেই মাঝি, কে করবে এপার ওপার?

উপত্যকায় মৃত্যু নেমে আসে শতাব্দীর শেষ সন্ধ্যার মতো-
আশার আলো রাতের এক ফালি চাঁদ...
সহ্য করার ক্ষমতা খরা হয়ে বেঁচে থাকে- নদীর বুকে গভীর ক্ষত!
মরুতে মিলিয়ে যায় ফোঁটা ফোঁটা কান্নার জল, শিকারী পাতে ফাঁদ...  

যুগ শেষ হয়, তবু সমস্যা কেন রয়ে যায়?
বিপথ ডাকে হাতছানি দিয়ে, 'আয় রে আয়'!