যে মানে না, তার বিপদ কম-
এক ধাক্কায় দেবে দম।
যে যত মানে, তার কষ্ট তত-
ধাক্কার পর ধাক্কা, ক্ষতর পর ক্ষত।

কেন এমন বলতে না পারি!
ইস্কুলের বাইরে পরীক্ষার সারি!
মন্ত্রের গুণে আমি বড় ক্লান্ত।
অপেক্ষার ভিড়ে বড়ই অশান্ত।  

যে ডাকে, তাকে যাচাই করা।
সঠিক না জেনে, কেমনে দেবে সাড়া?
তাই খাদের ধারে দাঁড়িয়েও বিশ্বাস না হারাই।
মানুষের কাছে ঠকলেও, নিজেকে না ঠকাই।

সব পরীক্ষায় যে পাস, সে বিজেতা।
কেবল বিশ্বাস নয়, সাথে ধৈর্য ও সততা।
তারপর আপনকে কাছে টেনে নেওয়া।
অপার শান্তির সাথে সময়ের মিলে যাওয়া।