ছোট থেকেই মেধাবী ছাত্র।
গোঁফ থাকলেও দাড়ির প্রতি আসক্ত।
বিয়ে করলো পর্দার আড়ালে থাকা এক মেয়েকে:
মগজ ধোলাই করা মেধা এখন বৌ-এর সনিষ্ঠ ভক্ত।

মার্কিন শোষক, ব্রিটিশ শোষক।
পরিবার পাড়ি জমালো মধ্য প্রাচ্যে।
রক্ত দিয়ে দোল পশুতেও খেলে না-
নেকড়ের দল ধর্ম মতে যুদ্ধ বস্ত্র পরে বাঁচে।

বোন বললো, 'ওকে পেলে নিজে হাতে খুন করবো';
মা বললেন, 'ওর মুখ দেখাও পাপ';
বাবা ছোটবেলাতেই মারা গেছেন।
ও কেন এমন করলো? কুড়বে সবার অভিশাপ!

কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ালো:
বউকে টেনে নিয়ে চললো ওরা বাজারের অন্ধকারে।  
বাধা দেওয়ার অর্থ হল মরুভূমিতে কুয়ো খোঁড়া।
দুই ছেলেকে কিনে নিলো সৈন্য দল সস্তা দরে।

প্রতিবাদ করার শাস্তি মুণ্ডচ্ছেদ!
পরিবারটা ভেসে গেল অথৈ জলে:
ছেলেরা আজীবন নেকড়ের দলের হয়ে শিকার করবে।
স্ফূর্তির দাসী আর পড়বে না 'পঞ্চ সংগীত' মনের ভুলে!