পরশুরামের কুঠারে লেগে মায়ের রক্ত।
বাবার আদেশ মায়ের মমতার থেকেও বড়।
যত সব নাটক!
ভ্রমের বশে মৃত্যু,
ভ্রমের বশে পুনর্জন্ম,
ভ্রমের বশেই মতিভ্রম...
আজেবাজে গল্প শুনলে গা জ্বলে যায়।
কথায় বলে বাজে কথায় কান দিও না।
ধর্ম বহু আজেবাজে কথা বলে -
বিজ্ঞানের ভাষায় যা যুক্তিহীন।
যেটা বলার ছিল।
কলি যুগে আমরা সকলেই পরশুরাম।
কুঠারটা হল কলির পাপ।
তাতে রক্ত লেগে মা রূপী মানবিকতার।
আধুনিকতার আদেশে মানবিকতার হত্যা।
কিন্তু এ ফিরে পাওয়ার বস্তু নয়-
ধর্ম ফিরে পাওয়া গেলেও,
অধর্ম কখনোই ফিরে পাওয়া যায় না-
অধর্ম বয়ে বেড়াতে হয় বোঝার মতো।
মায়েদের অতি আদরে আমরা সবাই বাঁদর
আর বাবাদের অতি আদেশে আমরা সবাই বেপরোয়া।
কৈলাস হৃদয়ে।
চলো ধ্যান করে ফিরে পাওয়ার চেষ্টা করি ধর্মবোধ।
হরির ষষ্ঠ অবতার মিলুন হরের সাথে।