গৃহযুদ্ধ কেন লাগে?
উসকানি, ভুল বোঝাবুঝি না অন্ধ অহংকার-
কে কাজ করে কার আগে?
দেশ মানে মাটি, জল,পাথর, বালি নয়;
দেশ মানে মানুষের শ্বাস প্রশ্বাস-
মানুষের মনের কথা হৃৎপিণ্ডের শব্দের মতো শোনা যায়!
দেশবাসীর চোখ যখন অন্ধ;
অন্ধকারে হাতড়ে মরে তারা ভাই বোনের কঙ্কাল
কারণ সেখানে প্রাণের হাওয়া ধাক্কা খায় বারবার- মনের জানলা বন্ধ।
মানুষ ইট গাঁথলেও পাঁচিল অন্য কেউ তোলেন;
সুযোগের আড়ালে থাকেন বহু।
'এর থেকে মৃত্যুই আমার আদর্শ হোক', গুণী বলেন।
কিন্তু পাঁচিল না উঠলে কোকিল কি ডাকতো শ্মশানে!
মানুষের হৃৎপিণ্ডে জন্মেছিলো পুঁজ;
সাদা হাতে সাদা ব্যান্ডেজ পায় না শোভা- গদিতে বসে কেবল বিয়ের কনে!