পাগল হয়ে ডাকি তারে।
সে কেনো আসে নারে।
সে আমারে পাগল করে।
সব কিছুই সময়ে, নয়গো আগে পারে।
তবু নিজেরে হারাই সময়ের ভিড়ে।
সময়ের সাথে বেঁচে থাকি তার বরে।
প্রাণ এত ব্যাকুল কার তরে।
মনে ঢেউ ভাঙ্গে আর গড়ে।
দেহ টেকে না আপন ঘরে।
তবু দিনের শেষে পাখি বাসায় ফেরে।
আঁধার যেন না পাছে ধরে।
বাঁচার তাগিদে, পাখার আঘাতে না মরে।
কোথায় যাবো এই সংসার ছেড়ে।
পালানো পাপ, হারিও না মূল্য সস্তা দরে।
দাড়িয়ে দেখি অনন্ত, সাগর পাড়ে।
দু চোখ জুড়ায় বারেবারে।
অন্তরের ভিতরে সে, লুকায়ে অন্তরে।
ভিতরের আলো ভিতরেই ঝরে, শূন্যতা ভরে।