পাতা নিজের রান্না নিজেই করে,
তবু গাছের অঙ্গ।
একটি গাছ বাঁচায় একটি প্রাণ,
তবু বনের অঙ্গ।
বন সভ্যতার ধারক,
তবু প্রকৃতির অঙ্গ।
প্রকৃতি বিশ্বের স্পন্দন,
তবু ব্রহ্মাণ্ড-এর অঙ্গ।
ব্রহ্মাণ্ড-এর নেই আদি অন্ত,
তবু সে তাঁর অঙ্গ।
শুকনো পাতা হাভাতে ক্লান্ত।
পাতা ঝরা গাছ চির নিঃসঙ্গ।
গাছ বিহীন বন কেবল মরুভূমি।
মরুভূমির প্রকৃতিতে নিস্তেজ তরঙ্গ।
স্পন্দনহীন ব্রহ্মাণ্ড-এ শুধুই হাহাকার।
তাঁর হাতের জাদুতে নিদ্রাভঙ্গ।