পা নেই
ট্রেন ধরে অফিসে যাবে
তাড়াহুড়া করে লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা
প্রাণটা বেঁচে আছে কেবল
ট্রেন মিস হলে অফিসে লেট
মাইনে কাটা যাবে
নিম্ন মধ্যবিত্ত পরিবার
পা নেই তাতে কি
প্রাণ তো আছে
মন নেই তাতে কি
মানসিকতা তো আছে
অস্তিত্ব নেই তাতে কি
অন্তর তো আছে
প্রথম চ্যালেঞ্জ নিজেকে
তারপর সমাজকে
তারপর সময়কে
তারপর ঈশ্বরকে
এক পায়ে ম্যারাথন
এক পায়ে হুগলি পারাপার
এক পায়ে এভারেস্ট
এক পা দশ পায়ের সমান
দু পায়ে কেবল বেঁচে থাকা জীবন নয়
মানুষ অজেয়
ঈশ্বর নয়
মানুষ অমর
ঈশ্বর নয়
মানুষ না থাকলে ঈশ্বরের অস্তিত্ব কোথায়
সাহস অসহায়ের ঘরেই জন্মায়
তা না হলে
সে গোটা দুনিয়ার অপমানের সাথে যুঝবে কি করে
দুনিয়া যার সহায়
সে দুনিয়ার সব থেকে বড় অসহায়!