যে যুদ্ধ চায়, সে নিজে না গিয়ে অন্যকে পাঠায় যুদ্ধে
আর যে যুদ্ধ করতে যায়, সে বাঁচার তাগিদেই মরতে যায়!
যে অস্ত্র তোলে, সে নিজেকে মারবার জন্যই অস্ত্র তোলে।
আমি ভারতীয় নই, বিশ্বনাগরিক:
ভারতের মঙ্গলের জন্য
কারণ বিশ্ব না বাঁচলে ভারত বাঁচবে না।
আমি দেশদ্রোহী নই, তাই যুদ্ধ চাই না!
কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ যুদ্ধ এড়িয়ে যেতে পারে না,
তবুও যুদ্ধের হেতু সে ধ্বংস করতে পারে।
আইন নিজে হাতে না তোলা...