মা বাবার স্থান ঈশ্বরের থেকেও উঁচুতে।
তাই সকল মা বাবাকে সম্মান দেখানো উচিত।

ইস্কুলে পড়ার সময় দেখতাম-
যদি অন্য কারো ছেলে বা মেয়ে
লেখাপড়ায় খানিকটা এগিয়ে যেত,
শুরু হতো গোল টেবিলে মায়েদের আলোচনা,
বাবারা থাকতো অফিসে, পর্দার আড়ালে।

'ও প্রশ্ন জানতে পারে টাকা দিয়ে'।
'ওকে মাস্টাররা একটু বেশি নম্বর দেয়'।
'ও অন্যকে ভুল নোটস্ দিয়ে দেয় নিজে আগে থাকবে বলে'।
'ও মেয়েদের সাথে অসৎ ব্যবহার করে'।
'ওর মা বাবা খুব খারাপ'।
'ও ভবিষ্যতে তলিয়ে যাবে'।
ইত্যাদি।

সেটা করো প্রকাশ পায়, কারো পায় না,
কারো বা অন্য ভাবে পায়-
কালা জাদু করলে যদি ওর ক্ষমতা আমার বাছা পায়,
ওকে বেঁধে দিলে কেমন হয়!

যে মা বাবা ছেলের কাছে ঠিক,
ছেলের বৌ, যাকে আমরা পুত্রবধূ বলি,
তার কাছে ঠিক নাও হতে পারে।
গায়ে আগুন দিয়ে মারার ঘটনা কখনোই আশীর্বাদ নয়।
জামাইকে হাতে রাখতে হয় মেয়ের সুখের জন্য,
কিন্তু যদি মেয়ে সুখী না হয়,
তখন হাতের মুঠোয় জামাইকে রাখতে হয়-
এখন একটা করে মেয়ে, চোখের মণি, আগেকার যুগ শেষ।  

মা বাবাই হিংসা রেষারেষি সন্তানদের রক্তে ঢুকিয়ে দেয়-
আমার সন্তান সকলকে পায়ের তলায় রাখবে!
তারপর গোটা বিশ্ব জানে কি হয়-
জমির লড়াইয়ের নামে ঝরে তাজা রক্ত।