অপেক্ষা করিস কার তরে।
সময়ের নদী বয়ে যায়।


সে বেঁচে থাকে অন্তরে।
যুঝে যা তুফান ঝড়ে।
তার খেয়াল আছে কিসের ভয়।


অপেক্ষা করিস কার তরে।
সময়ের নদী বয়ে যায়।


ভিতর হতে আলো ঝরে।
দূর করে অজানারে।
দিনের আলোয় রাত হারায়।


অপেক্ষা করিস কার তরে।
সময়ের নদী বয়ে যায়।


শান্তির বাস সুখের ঘরে।
সময়ের বেদনা মাথা ঠুকে মরে।
নিজের সত্তা খুঁজে পায়।


অপেক্ষা করিস কার তরে।
সময়ের নদী বয়ে যায়।