ও দুর্গা মূর্তি কিনতে বেরলো।
পেয়েও গেলো।
ও দুর্গা মূর্তি কিনতে বেরলো।
পেলো না,
শিব মূর্তি কিনে বাড়ি ফিরলো।
ও দুর্গা মূর্তি কিনতে বেরলো।
পেলো না,
শিব মূর্তিও পেলো না,
গণেশ মূর্তি কিনে বাড়ি ফিরলো।
ও দুর্গা মূর্তি কিনতে বেরলো।
পেলো না,
শিব মূর্তিও পেলো না,
গণেশ মূর্তিও পেলো না,
রাধা কৃষ্ণের মূর্তি কিনে বাড়ি ফিরলো।
বলতে পারেন কে সফল?
আমার চোখে সকলে সফল
কারণ সব পুজোই বড়
ও সব দেবতাই মহান- এক ও অভিন্ন।
হতে পারে কেউ গবেষক হতে চেয়েছিল,
গবেষকই হয়েছে।
হতে পারে কেউ গবেষক হতে চেয়েছিল,
হতে পারেনি,
ডাক্তার হয়েছে।
হতে পারে কেউ গবেষক হতে চেয়েছিল,
হতে পারেনি,
ডাক্তারও হতে পারেনি,
অধ্যাপক হয়েছে।
হতে পারে কেউ গবেষক হতে চেয়েছিল,
হতে পারেনি,
ডাক্তারও হতে পারেনি,
অধ্যাপকও হতে পারেনি,
সমাজ কর্মী হয়েছে।
সকলেই নিজের জায়গায় মূল্যবান।
কি চেয়েছি সেটা বড় কথা নয়,
কি পাইনি সেটাও বড় কথা নয়,
তাহলে বড় কথাটা কি?
কি পেয়েছি।
কেউ কিছুই হতে পারেনি
কিন্তু তার সন্তান বড় হয়ে দেখিয়েছে...
খালি হাতে কেউ বাঁচে না এই জগতে,
অন্তত একটা অমূল্য রতন সবার ঘরে আছে।
কথাটা একটু ভেবে দেখবেন।