অধিকারের কথা শোনাও
হাটে বাজারে।
অধিকারের কথা শোনাও
বড় রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে।
নিজের অধিকার বোতাম টিপলে হয়-
সে বোতাম আমার
কিন্তু তোমার জামায় আটকানো।
আমার জামার বোতাম ছেঁড়া!
যার জামায় বোতাম, অধিকার তারই-
আমার আর কি রইল?
কেবল বোতামের ব্যাপার নয়-
জুতোর ফিতেরও ব্যাপার আছে।
ফিতে আমার কিন্তু জুতো তোমার।
যার জুতো, অধিকার তার-
হায় রে, আমার আবার জুতোর ফিতে নেই,
ওটা পা গলানো!
তোমার আগের জনের মতো কোনো রং নেই,
আছে কেবল একটা হাত কাটা হাতা।
তুমি বক্তৃতা দাও না,
যেটা দাও, সেটা পদমর্যাদা।
আমার কি রইল?
আমার জমি চাও?
তাহলে আগে আমাকে অধিকার দাও
তোমার জমি নেওয়ার
অর্থের বিনিময়ে নয়, নৈতিকতার বিনিময়ে!
আমার কিছু কি থাকলো?