অধিকার কখনোই জোর করে ছিনিয়ে নেওয়া যায় না।
অধিকার বিশ্বাস করে অর্জন করতে হয়।
ছিনিয়ে নেওয়া অধিকার আত্মঅহংকারের এক রূপ-
যা তাসের ঘরের মতো-
আজ আছে, তো কাল দুমড়ে-মুচড়ে পড়বে।
ভাঙা ফ্ল্যাট বাড়ি ও ভাঙা ব্রিজ মেরামত হয়,
ভাঙা উপলব্ধি নয়।
উপলব্ধি অধিকারের এক রূপ-
'আমার কাছে আছে'।
বিশ্বাস থেকে জন্মায় উপলব্ধি।
নিজেকে বিশ্বাস করো,
তাহলেই সবার প্রতি বিশ্বাস জন্মাবে।
আন্দোলন হোক নিজের ভিতর-
পথে ঘাটে নেমে কোনও লাভ নেই।
ভিতরের শক্তি জাগলেই,
বাইরের শক্তি জাগানো যায়।
ভিতরের শক্তি জাগে নিজের সাথে লড়ে,
অন্যের দোষগুণ বিচার করে নয়।
যে পরিবর্তন বিশ্বে দেখতে চাও তা আগে নিজের মধ্যে আনো।
নিজেকে চিনলেই অধিকার পাবে
কারণ নিজেকে সঠিক ভাবে চেনার মধ্যে দিয়ে জন্মায় আত্মবিশ্বাস।