অবুঝ মন ভেঙে খান খান-
সে বুঝে পায় না কার দলে যাবে?
ফুটবল না ক্রিকেট না টেনিস না বাস্কেটবল!
ফুটবল খেললে পা ভাঙতে পারে।
ক্রিকেট খেললে কোমর ভাঙতে পারে।
টেনিস খেললে হাত ভাঙতে পারে।
বাস্কেটবল খেললে কাঁধ ভাঙতে পারে।
না ভাঙার দল কোথাও নেই।
মনের যে দলাদলি করা স্বভাব-
সে এই চরম সত্যটা আজও বুঝতে পারে নি,
তাই এতো হাহাকার নিজের ভিতর।
হৃদয়ের দল সবথেকে বড়-
এখানে থাকে কেবল মতবাদ তাই।
কেবল মতবাদ করে যাও,
শান্তি পাবে চিরকাল।
দলাদলিতে যত ভয়।
হৃদয় বোঝায় মনকে-
গলাবাজি না করে কলম ধরো,
লিখে যাও মত।
যে পড়ার পড়বে,
যে লড়ার লড়বে।
তুমি কেবল শান্তি পাও।
মতবাদের কোনো দল নেই, আছে কেবল দর্শন।