১) অবকাশ

লেখা একটা কাজ
কিন্তু বেশি কাজ থাকলে লেখাই আসে না ।
কাজের ভিড়ে হারিয়ে যায় অকাজ!
লিখে রোজগার হয় না,
তবুও লিখি।
যে মানুষ কাজ ভালোবাসে,
সে ভালোবাসে অকাজও!
এটা মানুষের ধর্ম।
পেটের খিদে সবার আগে-
পেটে খিদে থাকলে মাথা কাজ করে না।

জীবনের অবকাশে আত্মবিকাশ ঘটে-
অবকাশে কাজ হয় সৃষ্টির।
সময়ে যে কাজ হয়
তাতে পেট ভরে
মন কখনোই নয়।


২) পরীক্ষা

পরীক্ষা মানে ফেলে আসা স্মৃতি।
পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে মনে হয়
এই যা, জানা জিনিসটাই লেখা হল না।
ফেলে আসা স্মৃতির মতো তা খোঁচা মারতেই থাকে।
পায়ের নীচে সূচ ফোটানোর মতো।
চলতে গেলেই লাগে।
ফল বেরিয়েও নিস্তার নেই-
আরো ভালো ফল হতে পারতো!