এমন কিছু মানুষ আছে
যারা তোমার আমার
অভাব পূরণ করতে আসে।
এমন কিছু মানুষ আছে
যারা তোমার আমার
অভাববোধ আরো বাড়িয়ে দেয়।
এমন কিছু মানুষ আছে
যারা তোমার আমার
অভাববোধ বাড়িয়ে দিয়ে
এক টুকরো রুটি ছুঁড়ে দেয়।
অভাব পূরণ করার মানুষ এই পৃথিবীতে খুব কম।
অভাববোধ বাড়িয়ে দেওয়ার মানুষ আছে প্রচুর।
সাবধান থাকুন তাদের থেকে,
যারা বিপদ বাড়িয়ে এক টুকরো রুটি ছুঁড়ে দেয়।
সেই রুটিতে নেই প্রেম বা দয়া,
আছে কেবল নিজেকে বড় বা উদার প্রমাণ করা।
জঙ্গলে একা একা বাঁচা যায় না জানি,
তবু বলি-
যে নিজের অভাব নিজে পূরণ করার আপ্রাণ চেষ্টা করে
অযথা কারো কাছে হাত না পেতে,
সে পরম যোগী।