১) ন্যায়দণ্ড
শনি দেব মহাদেবের নিকটে এসে বললেন,
'আমার মহাদশা আসতে চলেছে।
আমি যদি নিজের কর্তব্য পালন করতে গিয়ে
কোনও ভুল করে ফেলি, আমাকে ক্ষমা করবেন'।
মহাদেব শান্ত কণ্ঠে জবাব দিলেন,
'আমি একদমই বিচলিত নই,
এই আমি পাতালে প্রবেশ করছি'।
উনিশ বছর শনির মহাদশা চললো-
মহাদেব পাতালে বসে ধ্যান করলেন।
শনির মহাদশা শেষ হওয়ার পরে,
তিঁনি পাতাল থেকে বেরিয়ে এসে
রবির মুখ দেখলেন এবং বললেন,
'কই আমার তো কিছুই হল না'!
২) শহীদ
ছেলের শেষ যাত্রায় আমি যেতে পারিনি।
চার দিকে কেবল মানুষের ঢল।
শোক যাত্রা কোনও উৎসব নয়।
গুলির শব্দে প্রণাম জানালো,
ফুলের মালায় আশীর্বাদ।
ওর মুখ দুপুরের ঝিলের মতো শব্দহীন।
ওর হাত দুটো এক হাঁটু জলের মতো মায়াবী।
ওর পা দুটো শুকনো নর্দমার মতো অসহায়।
ওর দেহটা মাঝ দরিয়ার মতো নিশ্চল।
ভাবা যায়
গুলি লাগার পরে
ও পাঁচ জনকে হত্যা করেছে!
ওর বীরত্ব অমর,
আমার জীবন চলার পাথেয়।
পরম বীর চক্রটা অশোক চক্রের মতোই উজ্জ্বল।