দু ভাই মিলে নতুন বাড়ি বানাবে।
এই নিয়ে ঝগড়া-
কে কত টাকা দেবে;
কে থাকবে নিচে, কে ওপরে;
কে আনবে জল, কে বিদ্যুৎ?

পাড়ার দাদারা এসে হাজির,
ঝগড়া মেটাতে।
তারা বুঝিয়ে গেল-
সব কাজ দু জন মিলেই করবে,
ভাগ হবে দুটো সমান সমান- সরল ব্যাখ্যা।
নিচে ওপরে একএক জন ছ মাস ছ মাস করে থাকবে।

এক বছরের মধ্যে বাড়ি তৈরি।
কিন্তু সুখ কোথায়?
ছোট ভাই লেনদেন-এর ব্যাপারে জড়িয়ে গিয়েছিলো,
গলায় দড়ি দিল।
বড় ভাই ভাবলো, বাড়িটা পুরো তার- কি মজা!
ছোট ভাই মারা যাওয়ার ঠিক দু মাস বাদে
ধরা পড়লো কঠিন রোগ।
চিকিৎসা করাতে গিয়ে বাড়ি বন্ধক রাখতে হল।
রোগ সারলে তবেই তো বাড়িটাকে বাঁচানো যাবে!
শেষ রক্ষা আর হল না।

ধরুন-
বাড়িটা আমাদের হৃদয়।
পাড়ার দাদারা আমাদের মন-
নানা সমস্যার নানা সমাধান।
একবার নিজের কাছে হার ছোট ভাইয়ের মতো
আর একবার পরের কাছে হার বড় ভাইয়ের মতো।
নিরানব্বই শতাংশ মানুষের একই হাল,
বাকি এক শতাংশের কথা এখানে আমি তুললাম না-
তাহলে বলুন তো আমাদের মধ্যে 'ইগো'-টা
অকারণে বাঁচিয়ে রেখে কি লাভ?
তাহলে ভোগের মহিমা কি দাঁড়ায়-
খালি হাতে আসা ও যাওয়া,
মাঝপথে হাতে একটু টাকার ধুলো মাখা মাত্র...