আইন নিজের হাতে তুলবেন না।
কারো সাথে মতের অমিল
বিবাদ হাতাহাতি এড়িয়ে চলুন
মীমাংসায় আসুন।
প্রতিবাদ করতে চান
কলম হাতে নিয়ে কাগজে লিখুন
পড়ে শোনান সকলকে।
আন্দোলন করতে চান
শান্তি মিছিলে আসুন
পুলিশের পরামর্শ নিয়ে।
সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে
গণতন্ত্রের পথে পা বাড়ান
অস্ত্র তুলবেন না।
ভালো কাজ ভালো ভাবে করতে হয়,
তাহলেই আসে সফলতা।
মাথা গরম করলে
আইন আমাকে আপনাকে কারোকে ছাড়বে না।
আইন বদলানো আইন মেনেই হয়
আইন ভেঙ্গে কখনোই নয়।
নির্দোষ মানুষের পাশে সত্য আছে,
আর যেখানে সত্য, সেখানেই ভগবান।