প্রত্যেক মেয়ের অন্তরে একজন নির্বাসিত নারী আছেন-
তার নাম টি এন।
তিনি কোনো খারাপ মেয়ে নন:
তিনি প্রতিবাদ প্রতিরোধের মুখ, তাই নষ্ট।

দুর্গা কালী পুজো করি বটে
কিন্তু ঘরে তুলতে ভালো লাগে না।
ঘরে চাই লক্ষ্মী বা সরস্বতী-
যারা সহ্য করতে জানেন।
দুর্গা কালী ভালো লাগে মাঠে ময়দানে প্যান্ডেলে।

সব নারীর মধ্যে যেমন মা আছেন,
তেমন আছেন প্রতিবাদ প্রতিরোধের মুখ।

নারীর শিক্ষা মানে পরিবারের শিক্ষা,
পরিবারের শিক্ষা মানে পল্লী সমাজের শিক্ষা,
পল্লী সমাজের শিক্ষা মানে দেশের শিক্ষা,
দেশের শিক্ষা মানে বিশ্বব্ৰহ্মাণ্ড-এর শিক্ষা------

নারীর প্রতিবাদ প্রতিরোধ ছড়িয়ে পড়ে
সৌর জগতের ওপারে-------যেমন ছড়িয়ে পড়ে
মায়ের মমতা আকাশগঙ্গার।

কোনো নারী যেন
পরিবারের ভিতর অথবা পল্লী সমাজের মধ্যে
অথবা দেশের সীমান্তে অথবা বিশ্বব্ৰহ্মাণ্ড-এর অন্তরে
নির্বাসিত না হয়ে বাঁচেন।
কোনো নারী যেন নিজের ভিতর
নির্বাসিত না হয়ে বাঁচেন।

নারী বাঁচুন নারীর মতো-
মা যেমন বেঁচে থাকেন স্বমহিমায়।
আর বাঁচুন টি এন------