নিজের সাথে যখন কথা বলি
সমাজ বলে পাগলের প্রলাপ।
নিজেকে যে চেনে সে সঠিক।
সমাজ বৃথা করে বিলাপ।
অন্যের সাথে অযথা সময় নষ্ট।
সাদা কাপড়ে জুতোর ছাপ।
সময় বড় মূল্যবান জেনো।
খোলা তলোয়ার, নিখোঁজ খাপ।
সময়কে কাজে লাগাও।
তাজা চায়ে ভরা সৌখিন কাপ।
নিজেকে জানো রোজ দু বেলা।
অযথা নিও না আশেপাশের চাপ।
দিন ক্ষণ দেখে কোনো লাভ নেই।
নিজের ভিতরে নিজেই দিই ঝাঁপ।
দুপুর রোদের যে আলো বাইরে,
অন্তরে সেই সূর্যের উত্তাপ।
চেষ্টা করলে সব সহজ।
এক লাফে টপকাই ধাপ।
শ্বাস যখন বন্ধ
নিও গরমের ভাপ।
নিজের অন্তর কত গভীর।
জানে কি কেউ তার মাপ।
নিজের অন্তরেই বসে আছে
তোমার আমার বাপের বাপ।
প্রাণের আলো দেখলে পরেই
মুছে যাবে শতাব্দীর পাপ।
নিজের দেখা নিজে পেলেই
মক্ত যত অভিশাপ।
তোমার আমার মান বাঁচাতেই
ফোঁস করে ওঠে ভিতরের সাপ।
চলো ধ্যানে বসে
করি তার জপ।