১) নিজেকে ছোট
কারোকে যদি খারাপ কথা বলি,
তাহলে নিজেকেই ছোট করা হয়।
যাকে বলছি, তার গায়ে লাগে না কিছু,
তার মান সম্মানে কিছু না এসে যায়।
কারোকে বড় বললে, মান বাড়ে নিজেরই,
তাকে অন্তর দিয়ে নাও ভালোবাসতে পারি।
ক্যামেরার সামনে নিজেকে ছোট করা নয়-
যারা আমায় ছোট ভাবে, তাদের ওপর বাটপাড়ি।
২) বট গাছ
বহু কাল দাঁড়িয়ে একই ভাবে, একই মহিমা নিয়ে।
বয়ে যায় গঙ্গার জল বহু যাতনা বুকে নিয়ে।
সময়ের সাক্ষী সে, জল সাক্ষী নয়, জল বয়ে যায়,
সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে।
কত প্রেমের ইতিহাস, কত বর্তমান, কত ভবিষ্যৎ।
টিকুক, না টিকুক, মুহূর্তের প্রেমেরও অমর ভবিষ্যৎ।
দাঁড়িয়ে দেখা পরিণতি, আলিঙ্গন রক্তপাতে অকুতোভয়।
কত তরী করে পারাপার, কত মাঝ গঙ্গায় কুপোকাত।
ভাঙা গড়া গঙ্গার গভীরে নয়, গঙ্গার গমগম পাড়ে।
জল সময়ের মতো- ভাঙতে গড়তে না পারে।
ভাঙে গড়ে কেবল জীবন ও প্রেম এই দুনিয়ায়,
ঝড়ের মাঝে নৌকা বাঁচাও, তোলপাড় সত্তা বেঘোরে মরে।
বট বেঁচে আজও, অমর জীবনে কেবলই বিলাপ।
চোখে দেখা সব, তবু করার কোনো উপায় নেই, যাপনের বিলাপ।
কত সুখ দুঃখ ঢিলের সাথে ঝোলে নতুন পাতায়।
জলের ওপর ভাসমান কালিমা- জীবনেরই অভিশাপ।