তুমি নীচে নামতে পারো,
কিন্তু আমি তা পারি না।
তোমার গদি আছে,
গদির নীচে টাকা আছে।
আমার কাছে কেবল বই আছে।
তোমার গদির নাম রাজত্ব,
তোমার টাকার নাম রাজকোষ।
আমার বই-এর নাম হিতোপদেশ-
তোমার কাছে যা মূল্যহীন।
তুমি নিজের আইন নিজে তৈরি করো,
তাই আইন ভাঙতে তৎপর।
আমি আইন মেনে চলি,
তাই আইন ভাঙি না কখনো।
তোমার নীচে নামার কোনো শেষ নেই
কিন্তু একবার নীচে নামলে
আর তুমি ওপরে উঠতে পারবে না-
নায়ক সিনেমার মতো।
আমি নীচে নামতে পারি না ঠিকই
কিন্তু ওপরে উঠতে উঠতে একদিন আকাশ ছোঁব-
আমার উদারতা আর আকাশের উদারতা
মিলেমিশে একাকার হয়ে যাবে।
সেদিন তুমি শত চাইলেও আর আমাকে ছুঁতে পারবে না!