নারী, আমি তোমায় আমার একশো শতাংশ দিতে চেয়েছিলাম
কিন্তু তুমি আমাকে বললে, কাপুরুষ।
তোমার প্রচুর পুরুষ বন্ধু,
আমার নারী বন্ধু কেবল তুমি।
আমি নারীর সাথে মিশতে পারি না বলে,
তুমি আমাকে ভীতু বলো।
আমি কেবল তোমাকে নিয়েই বাঁচতে চেয়েছি।
কিন্তু আমি প্রেম বুঝি।
তোমার পুরুষ সঙ্গ প্রচুর,
কেন আমি তোমাকে খারাপ চোখে দেখবো বলো,
এত হীন আমি নই!
তুমি আমাকে নীচ ভাবো।
এই আমি শপথ নিচ্ছি,
আমি আর তোমাকে আমার একশো শতাংশ দেবো না।
আমি পানা পুকুরে সাঁতার কাটবো প্রতিদিন।
গায়ে পানা মেখে হতাশার স্পর্শ দিয়ে গা চুল্কে নেবো।
তোমার মুখ আর কখনো দেখবো না,
দেখবো মুখের প্রতিচ্ছবি পানা পুকুরের নোংরা জলে!