নারী, তুমি নীলকণ্ঠের রূপ নিলে!
কিভাবে?
পুরুষের সকল পাপ পান করে।
তোমায় কে বাঁচাবে?
যে ভাবে মা দুর্গা মহাদেবকে বাঁচিয়েছিলেন,
পুরুষের সাধ্য নেই তোমাকে সেই ভাবে বাঁচায়!
তুমি দেখালে সহজ উপায়-
পুরুষকে বললে,
'আমার বুকে মাথা রেখে বলো নিজের পাপের কথা।
তোমার চোখের জলেই ধুয়ে যাবে তোমার পাপের বিষের বোঝা'!
নারীকে বাঁচাতে পুরুষ তৎপর হল
আর নারী পেল পুরুষের অনন্ত প্রেমের স্পর্শ।
এই ভাবেই বন্য পুরুষের দল গৃহপালিত হয়ে উঠলো
আর সময়ের সমতায় সভ্যতার সততায় সংসারে সংরক্ষিত হল।