ক)

পুরুষ ঝগড়া লাগায়
তার অভিমানের পালা।
নারী ঝগড়া মেটায়
পুরুষের মান ভাঙা।

মান অভিমান প্রেমে।

নারী ঝগড়া লাগায়
তার সম্মানে বাধা।
পুরুষ ঝগড়া মেটায়
নারীর বিশ্বাস ফেরায়।

বিশ্বাস সম্মান প্রেমে।

খ)

যে সংসারে পুরুষের রাগ নেই,
সেই সংসারে নারী বিপথগামী।
যে সংসারে কেবল নারী রাগী,
সেই সংসারে পুরুষ পৌরুষহীন
কারণ সেথায় লক্ষ্মী অচলা।
নারী যেখানে পুরুষের রাগ মেটায়,
সেই সংসারে পুরুষ ক্ষমাশীল।
পুরুষ যেখানে নারীকে ক্ষমা করে,
সেই সংসারে নারী লক্ষ্মী।

রাগ অনুরাগ প্রেমে।

গ)

লোকে বলে, ঝগড়া হলে প্রেম জমে।
এক জায়গায় থাকতে গেলে কথাকাটাকাটি হবেই -
সেটা প্রেমে অশান্তি।
প্রেম মানে পুরুষের অভিমান ও নারীর মান,
পুরুষের বিশ্বাস ও নারীর সম্মান,
পুরুষের রাগ ও নারীর অনুরাগ।
আমি বলি, ঝগড়া থামলেই প্রেম জমে।