ক)
নারী,আজীবন তুমি আমাকে প্রেম করে গেলে
কিন্তু বিয়ে করলে না।
এই প্রেমের কোনো মূল্য নেই
কারণ প্রেমিকা অস্থায়ী, স্ত্রী স্থায়ী।
নারী, তোমার প্রেমে বিশ্বাস পাইনি বলেই আমি আজ বন্য-
আগুনেই বিশ্বাস জন্মায়:
তাই সিগারেটের ধোঁয়ায় প্রেম হতে পারে না কখনো,
যেটা হয় সেটা প্রেমের ভান মাত্র।
খ)
নারী, তুমি কেবল আমার বিশ্বাস পাও, সেটাই অনেক-
বিশ্বাসী মানুষের প্রতি মন বাঁধা থাকে,
বিশ্বাসী মানুষকে কেউ অশ্রদ্ধা করে না,
বিশ্বাসী মানুষকে কেউ ভুল বোঝে না,
বিশ্বাসী মানুষকে কেউ ঠকায় না,
বিশ্বাসী মানুষকে কেউ অবজ্ঞা করে না,
বিশ্বাসী মানুষকে কেউ ভুলে যায় না,
সব শেষে, বিশ্বাসী মানুষকে কেউ কখনো ঘৃণা করে না।
গ)
নারী, তোমার প্রতি আমার মায়া পড়ে গেল।
তুমি বললে, 'ওটাই প্রেম'।
মোহ থেকে জন্মায় মায়া-
মোহ মানে চোখ অন্ধ: অন্ধ ভালোবাসা;
মায়া মানে চোখে জল: ব্যথার বিষ।
এই মোহ মায়া বহু মানুষকে সৃষ্টির পথ থেকে
হঠাৎ পালিয়ে যেতে দেয় নি-
সংসার টিকে আছে এখনো।
এই মোহ মায়া অল্প সংখ্যক যুক্তিহীন মানুষের তরী
ডুবিয়েছে আদি গঙ্গায়।