আমি শতাব্দীর সর্বশেষ লাঞ্ছনা পেলাম।
তাই ও ভুল বুঝলো।
আমাদের আর বিয়ে হল না।
আচ্ছা বলতে পারেন এতে আমার কি দোষ ছিল?
আমি কি ইচ্ছাকৃত নিজের সর্বনাশ চেয়েছিলাম?
সমাজ মানে চোরাবালি-
ধর্ষকের সাজা চায় কিন্তু ধর্ষিতাকে ঠাঁই দেয় না।
বহু দূরে চলে গেলাম-
চার্চে সেবার কাজও পেয়ে গেলাম।
প্রভু যীশুই প্রদীপ জ্বালবেন অন্ধকার জীবনে।
শুনেছি ও সুখে আছে
কিন্তু দেখতে যেতে ইচ্ছে করে না আর-
কোনো অভিমান করে বলছি না,
বলছি কাপুরুষকে ঘৃণা করে।