পুরুষ বললো,
'আমি তোমার ভুল সংশোধন করে দেবো,
তোমার ভুল না ধরে'।
নারী বললো,
'আমি তোমার ভুল সংশোধন করে দেবো,
তোমার ভুল না ধরে'।
ব্যাস, জন্ম হল প্রেমের-
একে অপরের পাপের প্রায়শ্চিত্ত।
একে অপরের ভুল সংশোধন না করে
তা তুলে ধরলে
মৃত্যু হয় বিশ্বাসের-
সেটা প্রেমের মাতৃগর্ভ।
একে অপরকে বুঝতে পারার নামই বিশ্বাস
আর ভুল বোঝাবুঝিতে কেবলই অবিশ্বাস।
আগ বাড়িয়ে উপদেশ দিলে
বিশ্বাসে ক্ষোভের প্রলেপ পড়ে-
যা কখনো পরিণত হয় ভুল বোঝাবুঝিতে:
ভুল বোঝাবুঝিকে অবিশ্বাস বলে।