নারী, তুমি আমার প্রতি বিশ্বাস কখনো হারিও না।
যেদিন তুমি আমার প্রতি বিশ্বাস হারাবে,
সেদিন জানবে তোমার মৃত্যু ঘটেছে!
বিশ্বাস যার প্রতি,
মন তার মনের সাথে।
মন যেখানে, সেখানেই প্রেম।
ভালোবাসার মানুষকে, বিশ্বাসের মূর্তিকে
নিছক বোকারাও অশ্রদ্ধা করে না
অথবা নিছক গবেটরাও ঠকায় না।
নারী, তুমি বাঁচতে যদি চাও
বিশ্বাস রাখো পুরুষের প্রতি।
বাঁধো অসভ্য পুরুষকে এই সংসারে
আর নিজে হয়ে ওঠো অমৃতা।
পুরুষ কেন বিশ্বাস রাখে নারীর প্রতি বলি।
সম্ভ্রমের দায়ে।
বুনো হাঁসকে সবাই এড়িয়ে চলে।
যে হাঁস সাঁতার কাটে ভালোবাসার পুকুরে,
সেই হাঁসকে সমাজ সভ্য বলে-
সে বন্যার জলে ভেসে যায় না কখনো।
এই বিশ্বাসের লড়াই লড়ছে নর নারী
সভ্যতার সৃষ্টি থেকে।
বিশ্বাস আছে বলেই এখনো সভ্যতা টিকে আছে-
সভ্যতার অপর নাম যে সংসার!