ক)
নারী এখন স্বাধীন।
পুরুষ যদি একটা প্রেম করে,
নারী তাহলে দশটা প্রেম করবে।
কিন্তু যে নারী সতী,
সে বন্য পুরুষকে গৃহপালিত বানিয়ে তোলে।
আর অসতী সভ্য পুরুষকে আগুনের মুখে ঠেলে দেয়।
খ)
যার বিয়ের আগে ছিল,
তার বিয়ের পরেও থাকবে।
যায় বিয়ের আগে কিছু নেই,
তার বিয়ের পরে শত চেষ্টা করলেও কিছু হবে না।
নারী পুরুষ উভয়ই সমান-
তবে স্বামীর অধিকার কোনো স্ত্রী সহজে ছাড়ে না।
বিশেষ ভাবে উল্টো পুরাণ না হলে-
স্বামীকে ভাগ নয় বা অসৎ সঙ্গ ত্যাগ বা রক্তপাত এড়াতে।
গ)
নারী তুমি সাত পাকে ঘুরে বললে,
'এটা সাত জন্মের সম্পর্ক'।
আমি বুঝলাম-
আগুনে পুরো দেহটা দান না করা পর্যন্ত,
এই জ্বালা বহন করতে হবে।
জ্বালা থেকেই প্রেমের জন্ম,
আনন্দ থেকে নয়।
এক জীবনেই সাত রকম জ্বালা-
ক্ষয়, ভীতি, টানাপোড়েন, অপমান, অনটন, গতিহীনতা ও বিরহ।
ঘ)
যে নারীর কোনো পুরুষ সঙ্গ নেই-
আগেকার দিনে: সতী;
এ যুগে: সেকেলে।
যে পুরুষের কোনো নারী সঙ্গ নেই-
আগেকার দিনে: চরিত্রবান;
এ যুগে: কাপুরুষ।
যে নারীর প্রচুর পুরুষ সঙ্গ-
আগেকার দিনে: ব্যভিচারী;
এ যুগে: এরিস্ট্রোক্রেট।
যে পুরুষের প্রচুর নারী সঙ্গ-
আগেকার দিনে: চরিত্রহীন;
এ যুগে: স্মার্ট বয়।