ক)

পুরুষ মানুষ জীবনে তিনবার কাঁদে।
জন্মকালে।
ওটা বাঁচার অধিকার জানানো।
মৃত্যুকালে।
ওটা অন্তিম সময়কে অঙ্গীকার জানানো।
নারীর স্পর্শ পেলে।
ওটা বাঁধভাঙা আবেগ।

খ)

নারী আমি তোমাকে ভালোবেসে খাওয়াবো।
তুমি আমাকে ভালোবেসে খাওয়াবে।
তুমি খেলে আমার পেট ভরবে
আর আমি খেলে ভরবে তোমার পেট।
একে অপরের অধিকার ও জ্বালা মেটানোকে প্রেম বলে।

গ)

পুরুষ সতের মধ্যে অসৎ দেখে।
নারী অসতের মধ্যে সৎ দেখে।
যে পুরুষ ভেসে যায়, সে অসৎ।
পুরুষকে যে সংসারে বাঁধে, সেই নারী কেবল সৎ।
যুগে যুগে এই সৎ অসতের লড়াই- নারীই বিজেতা।

ঘ)

আগুন পবিত্র।
কথা হল যে আগুন প্রেমের বুনিয়াদ,
সেই আগুনই ঘর পোড়ায়,
সেই আগুনই আস্ত লাশ গিলে ফেলে,
সেই আগুনই রান্নায় আলাদা স্বাদ এনে দেয়।
প্রেম পবিত্র। রান্না পবিত্র।
ঘর পোড়া বা লাশ পোড়া অপবিত্র।
তাই প্রেম পবিত্র হয়েও জ্বালা দেয়-
নারীর দেওয়া জ্বালাতেই পুরুষ প্রেমের পবিত্রতা খুঁজে পায়।