'আমি এন এন ডি'।
'আমি এন ডি এম'।
'আমি সনাতন ধর্মের সংস্কারক, আমি সনাতন ধর্মের পরিত্রাতা'।
'আমি জনতার সনাতনবাদী রাজা।
সনাতনবাদকে হাতিয়ার করে রাজার নীতির বাতাবরণ রচনা করেছি মাত্র'।
'কিন্তু এ কোন সনাতনবাদ? শত শত ভাই বোনেরা আজ দেশে লাঞ্ছিত।
সনাতন ধর্ম বিভাজন শেখায়নি। সকলকে নিয়ে চলতে শিখিয়েছে'।
'পাশের দেশ গুলোতে হিন্দুরা যখন অত্যাচারিত হয়,
তখন আপনি কোথায় থাকেন'?
'দয়া, মায়া, করুণা ও ক্ষমা- এই চারটি শব্দ হল সনাতন ধর্মের মূলমন্ত্র।
তুমি অজ্ঞানী। তোমার মৃত্যু আসন্ন। ধর্মের নামে তুমি ব্যবসা করো'।
'আমি অত উদার নই। কেবল হিন্দিভাষী মানুষজন বাঁচলেই সনাতন ধর্ম মুক্তি পাবে।
এ দেশে অন্য ভাষীদের কোনো স্থান নেই'।
"এদের সকলের দেহেই একই মায়ের রক্ত বইছে। তুমি কুলাঙ্গার।
সিন্ধু নদের পূর্বে যারা বসবাস করেন, তারাই হিন্দু।
কুলাঙ্গারের মুখে 'সনাতন' শব্দ মানায় না। হিন্দু ধর্ম সনাতন-
সব ধর্মকে নিয়েই তার বাস"।
'কিন্তু অন্য সব ধর্ম আমাদের নীতি নিয়ে কেন চলে না'।
'এটা জনমতে জেতার যুক্তি। মানুষকে বেশি দিন বোকা বানানো যায় না।
এই পুণ্যভূমিতে কেবল সত্যেরই জয় হবে'।
'এসএসআর-এর যুক্তি উল্টো'।
'তাহলে আমার ছবি তোমরা রাখো কেন'?
'ওটা জনমতে জেতার তাস'।
'মূর্খ'।
'এটা জার্মান ইহুদীর লড়াই।
দয়া করে আপনি নাক গলাবেন না। ধন্যবাদ'।
'আগামীর জনমতেই তোমার ভরাডুবি'।
'হা হা হা। সব সনাতন সন্ন্যাসীদের আমি টাকা দিয়ে কিনে রেখেছি'!
'