একসাথে বড় হয়ে ওঠা
ছোট বেলার বন্ধু
একে অপরের টিফিন ভাগ করে খাওয়া
সুখ দুঃখ অনুভব করতে শেখা
তারপরে বিচ্ছেদ।
দুজনেরই নিশানা নির্ভুল
গাছে বসা পাখির চোখ
মেয়েটির কাঁধে তারা
ছেলেটির তারা জঙ্গলের আকাশে।
এবার মুখোমুখি।
নীতি বড়
কর্তব্য বড়
বন্ধুত্ব বড়
মানবতা বড়
কার জিৎ?
প্রশ্নের পর প্রশ্ন
উত্তর নেই
বরং পাল্টা প্রশ্ন
মারের মুখে মুখ বন্ধ।
নিজেকে মারা সব থেকে বড় পাপ
একে অপরকে মারলে কেমন হয়?
দুটো নিস্তব্ধ দেহ।
বলতে পারেন কার জিৎ?
যে বন্ধুত্ব বিশ্বাসে দাঁড়িয়েছে
প্রেম।
খবরের কাগজ কি বলবে?
মুখোমুখির সাথে জুড়ে দেবে
সংঘর্ষ শব্দ।
মানুষ কি জানবে?
মেয়েটা দেশের জন্য প্রাণ দিলো।
দেশপ্রেম মঞ্চে আর প্রেমটা নেপথ্য!