মনকে যে বশে আনে
সে পরম যোগী।
মন হাতের মুঠোয় মানে
শান্ত কালো দীঘি।
নিজের যে দাস, সে ভক্ত পরম।
অপরের দাসত্বে অসুরের ভ্রম।
মন মানানো শক্ত ব্যাপার।
মন পাওয়া আরো বেশি শক্ত।
মনের ভিতর কত মনের পারাবার।
মন মজে গেলেই পরম ভক্ত।
নিজের যে দাস, সে ভক্ত পরম।
অপরের দাসত্বে অসুরের ভ্রম।
মনকে বশে আনে অভ্যাস।
ক্ষতি নেই তার কথা না মানায়।
হও কেবল অভ্যাসের দাস।
সে নিজে এসে ধরা দেবে হেথায়।
নিজের যে দাস, সে ভক্ত পরম।
অপরের দাসত্বে অসুরের ভ্রম।