মন্দির খুঁজে পাই না আর।
মন্দির ছিল জনতার ভিড়ে।
মানুষ গেছে চলে যে যার।
সভ্যতা হারানো মানবতার তীরে।
জনতার দেবতা সে জনতাই ,
নাম তাঁর জনার্দন।
মানুষের বহু নাম- পার্বতী, ভোলা, রাধা ও নিতাই।
কলির পাপীর অন্তরে তাঁর নীরব ক্রন্দন।
কোথায় গেল যত শত মন্দির?
কোথায় হারালো সেই সকল মানুষ?
মনে নেই উদারতা, হৃদয় বধির।
মান মানে অপমান আর হুঁশ বেহুঁশ।
আমি খুঁজে পেতে চাই সেই দেব বিগ্রহ।
যে বিগ্রহ নিশ্চল নয়, মানুষের কথা শোনে।
মানুষকে শিক্ষা দিয়ে করে তাকে সংগ্রহ।
যে বিগ্রহ মানুষকে বাঁচায় মানুষেরই অন্তরের টানে।
সে যে মানুষেরই অন্তরে বিরাজমান।
কলির ধুলো তাকে দিয়েছে ঢেকে।
জাগো তুমি এই ক্ষণে হে প্রবহমান।
কলির কালিমা যাক ধুয়ে, মানুষই মন্দির আঁকে।