১) মন্দির মসজিদ
আগে যেখানে মন্দির ছিল,
এখন সেখানে মসজিদ।
আগে যেখানে মসজিদ ছিল,
এখন সেখানে মন্দির।
কোনও অসুবিধা নেই।
দুটো শব্দই 'ম' দিয়ে শুরু।
'ম' দিয়ে শুরু আরো চারটে শব্দ বলি-
মানুষ, মনুষ্যত্ব, মানবিকতা ও মূল্যবোধ।
২) পূর্বপুরুষ
'আমার প্রপিতামহ ধনী জমিদার ছিলেন'।
'আমার প্রপিতামহ ছিলেন গরীব কৃষক।
সময় মতো খাজনা দিতে না পারায়,
জমিদারের চাবুক পড়েছিল পিঠে'।
'আমার পিতামহ ধনী জমিদার ছিলেন'।
'আমার পিতামহ ছিলেন গরীব প্রজা।
জমিদারের জমিদারিতে রাস্তার কুকুর বিড়ালের মতো জীবনযাপন করতেন'।
'আমার বাবার আমল থেকে জমিদারি উঠে গেল।
সব সম্পত্তি সরকারের হয়ে গেল'।
'আমার বাবা প্রথম লেখাপড়া শিখলেন।
প্রচুর কষ্ট করে নিজের পায়ে দাঁড়ালেন'।
'আমি সামান্য একটা চাকরি করি'।
'আমি অগাধ পাণ্ডিত্য অর্জন করে বিত্তশালী হয়েছি'।
'তুমি এখন জমিদার'।
'আমি জমিদার বংশের মেয়েকে ভালোবাসি না'।
'প্রেমে কেউ জমিদার অথবা জমিহারা হয় না'।
'অবস্থা ভালো না হলে প্রেম আসে না-
কথায় বলে- দারিদ্র যখন দ্বারে এসে কড়া নাড়ে,
ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়'।
'আমি জমিদারি প্রথা মানি না'।
'তাই জমিদারের কাছে ফিরে আসা'।