মন আমার পাগলা হাতি।
মাহুত খুঁজি আমি।
প্রাণ আমায় ডেকে বলে,
অন্তরেতেই অন্তর্যামী।
শুধাই আমি প্রাণকে,
কি করে মনকে বাগে আনি।
প্রাণ বলে, সঁপে দাও ওরে
আমার কাছে, টোটকাটা জানি।
কি সেটা আমায় বলো,
জানতে চাই আবার।
সে কয়, বুদ্ধিরও বড় বিবেক,
বিবেকের বশেই বুদ্ধির ধার।
বুঝলাম আমি সঠিক কথা-
ধ্যানেই বুদ্ধির বিকাশ,
অতি চিন্তায় কখনোই নয়।
আলো ছাড়া কোথায় আকাশ।