মন আজ অশান্ত।
মাতলা নদীর ঢেউ উতলা।
হিয়া আজ অসুখী।
কালবৈশখীর ঝড় চঞ্চলা।
কে ধরবে আমার হাত।
হাত বাড়িয়েছি দরিয়ায়।
কে বাঁধবে আমার বুক।
সুর বেঁধেছি ব্যস্ততায়।
হাসতে হাসতে হঠাৎ করেই
হারিয়ে ফেলি মত।
চলতে চলতে কখন হঠাৎ
গুলিয়ে ফেলি পথ।
কে দেখাবে আমায় আলো।
চোখ মেলেছি রোদ্দুরে।
কে গাইবে আমার গান।
গলা সেধেছি প্রাণ ভরে।