মন আজ বড়ই অচেনা।
কার মনের গভীরে কী আছে বা কী নেই
তোমার আমার অজানা।
হৃদয় সবার আছে বৈকি,
মনের প্রতিচ্ছবি হয়ে।
মনকে যে জয় করতে পারে,
কেবল তারই হৃদয়ে স্বচ্ছতার স্রোত বয়ে।
কিন্তু মহাপুরুষও মনের বশে,
দার্শনিকও অঙ্ক কষে।
পুণ্যবানের মনেও পাপ লুকিয়ে থাকে,
কালের ভিতর আকাল,
সময়ের অলিন্দে অসময়,
সব শেষে রক্ত মাংসের ভিতর কঙ্কাল।
মনকে পড়া দারুণ কঠিন।
ভয় হয় যদি না পড়তে পারি নিজের মন,
তাই হৃদয়কে বলি, 'থেকো সদা সমীচীন'।