অন্ধকার রাতে, নিশ্চুপ গলিতে অথবা বেদম ভিড়ে
সে ওঁত পেতে বসে থাকে ভদ্র পোশাক পরে-
কাপুরুষের ন্যায়ের দণ্ড হাতে নিয়ে!

ধর্ষিতা তুমি ভুল-
তুমি অন্ধকারে একা একা বেরিয়েছ কেন?
তুমি অশালীন জামাকাপড় পরেছ কেন?
তুমি নারী কেন?

সে বর্বরের থেকেও বর্বর-
তার ক্ষমতা অসীম!
কিন্তু সে নির্দোষ:
দোষী কেবল তুমি, নারী!

সমাজ সভ্যতার যত আলোই দেখুক না কেন,
মনে তার মধ্যযুগীয় অন্ধকারের ছায়া-
সেই ছায়ার কায়া সেই বর্বর।
সমাজ সেই বর্বরের দিকে তাকাবে মাথা নত করে ঘৃণায়
কিন্তু সেই অসহায় নারীর থেকে সদা মুখ ফিরিয়ে নেবে!