১) মিথ্যে
বাড়ির বাইরে কখনো সত্যি বলবে না,
বাইরের জগৎ মিথ্যে।
এমন দিন না যেন আসে ঠাকুর-
বাইরে মিথ্যে বলতে বলতে
ভুল করে বাইরের মিথ্যেটা
যেন আমরা না তুলে ফেলি
নিজের অন্তরে নিজের ঘরে!
সেদিন ঘরের মানুষকে ভুল বোঝার ভুল
করে ফেলতে হবে,
এমন কি ভুল বুঝবো নিজেকেও!
২) বলি
বলি, বলি দাও নিজের ভিতর যে জানোয়ারটা আছে
তাকে এই মায়ের চরণে।
তাহলেই মা দেখা দেবেন।
যত অপরের জীবনকে যন্ত্রণা দেবে,
ততই নিজের জীবন পড়বে বিপাকে
আর তুমি মায়ের থেকে আরো অনেক দূরে সরে যাবে।
৩) ত্যাগ
সংসার ত্যাগ করলেই তাঁকে পাওয়া যায় না।
বহু লোক সংসারে থাকে
কিন্তু মনে তাদের সংসার নেই-
তারাই প্রকৃত যোগী।
আশা না করে কর্তব্য করা।
সংসার ত্যাগ করেও
যদি সংসারের চিন্তা সারাদিন মাথায় ভিড় করে-
মাকে পাবো বলেই সংসার ছাড়লাম-
তাহলে গেরুয়া পরেও ভোগী।