সহিষ্ণুতা
মায়ের কাছ থেকেই শেখা।
ভাত কম পড়লে
আমাদের ভাগে কম পড়ে না কখনো-
মা কেবল মুড়ি খান।
শত জ্বর জ্বালাতেও
মা রান্না থামান না-
মুখের কাছে পরিপাটি রান্না করে দেন,
বাছাটা কি খাবে!
পুরো পরিবার তার প্রতি রাগ দেখালেও
মায়ের মুখে হাসি লেগে থাকে সদা-
সেই হাসিতে মা আর সকলের
চোখের জল মুছে দেন-
নিজে কাঁদেন সকলের আড়ালে,
সকলের সামনে নয়,
সকলের সামনে কেবল হাসেন।
মা সবার দুঃখে কাঁদেন,
পাশে দাঁড়ান,
অথচ মায়ের দুঃখ আমরা জানতে পারি না।
মা শেখান,
'যে তোমার ভালো চায়,
তার সেবা করো
আর যে তোমার ক্ষতি চায়,
তার বিপদে তার প্রতি কর্তব্য করো'।
মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা পাপ-
মায়ের এই শিক্ষার জন্য আজও এই পৃথিবীটা বেঁচে আছে।