১) মায়ের জন্মদিন
মায়ের জন্মদিনে কী উপহার দেব বুঝতে পারছি না।
শাড়ি দেব
না, ফুল দেব?
গহনা দেব
না, শো-পিস দেব?
আমার জন্মদিনে মা সবকিছু উজাড় করে দেন।
মা বললেন, 'তুই মানুষ হ, এটাই আমার সবথেকে বড় উপহার'!
২) রথ
রথের চাকা থামার নয়।
এটা সভ্যতার রথ,
এটা প্রগতির রথ,
এটা উন্নয়নের রথ...
তাই কী রথের মেলায় এত ভিড়?
তাই কী রথ কিনতে মানুষ ব্যস্ত?
রথের দাম প্রচুর-
সব তলার মানুষ রথ কিনতে পারে না:
কেউ মহারথী, কেউ সারথি।
কেউ কেবল মাত্র দড়ি টানার অপেক্ষায়।
মেলাটা যার, তার নাম জয় জগন্নাথ
আর রথগুলো আমাদের মৌলিক অধিকার।