এত হানাহানি, এত কাড়াকাড়ি
এত বিদ্বেষ, লোভ, হিংসা, ক্ষোভ
তার ভিড়েও মানব জাতি আজও জীবিত।
সবই মায়া-
মায়ার বন্ধনে আমরা সবাই আবদ্ধ।
মায়া মানুষকে অসুর হতে দেয় না,
মায়া মানুষকে দেবতার আরাধনা করতে শেখায়,
মায়া পতিত মানুষকে উন্নত মানুষের মতো মানুষ করে তোলে।
জগৎ সংসার মায়াময়।
মায়া কখনোই ত্যাগ করা যায় না-
সংসার ত্যাগ করলেও যেমন জগৎ ত্যাগ করা যায় না।
যোগীর মধ্যেও জীবের প্রতি থাকে অসীম দয়া-
এ দয়ার জন্ম মায়া থেকেই।
জগৎ সংসারে আমরা সবাই ভোগী, যোগীও।
রক্ত নদীর স্রোতের ভিড়ে মানুষ খোঁজে প্রশান্তির ছবি।
আশ্রমের ত্যাগী জীবনের ভিড়ে মানুষ খোঁজে মুক্তির ছবি।
জগৎ সংসারের ভিড়ে দেব দানবকে জয় করে মানুষ খোঁজে অমরত্বের ছবি।
জগৎ সংসারে থেকেই হিংসাকে বিসর্জন দিই।
জগৎ সংসারে থেকেই সন্ন্যাস মন বিসর্জন দিই।
জগৎ সংসারে থেকেই দানব থেকে মানুষ হই।
জগৎ সংসারে থেকেই দেব থেকে মানুষ হই।