আমার পরিচয়
আমার জীবন পঞ্জিকা
আমার আদি অন্ত
এখন সকলের চোখের সামনে।
না, অন্য কেউ ভুল তথ্য দিলেও,
আমি কোনও ভুল তথ্য দিইনি-
আমি খাঁটি,
আমি খাঁটি মানুষ চাই :
দুধে জলে মিশলেও, তেলে জলে মেশে না।
আমি চেয়ে চেয়ে দেখি রোজ সকাল বিকেল-
আমার তীর কবে স্পর্শ করবে পাখির চোখ।
তেপান্তরের মাঠ দিয়ে হেঁটে চলি-
মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে কে!
যত এগিয়ে যাই, তত সে সরে যায় দূরে, বহুদূরে।
আমাকেও কেউ দেখেছে।
কারো পছন্দ হয়েও হয়নি।
কেউ এগিয়েও এগোয়নি।
কয়েকজন এগোতে চায়।
আমি যেমন করেছি অন্য সকলের সাথে।
মোড়ের মাথায় দেখা হবে-
বহু লোকের আগে হয়েছে।
আমি অপেক্ষায়,
কখন ভোরের সূর্যোদয় নিভিয়ে দেবে রাতের প্রদীপ।