এগারো বছর বাদে গাছে ফুল ফুটলো।
কোল আলো করে এল কন্যা সন্তান।
মাত্র আঠেরো বছর সুখ দিলেন ভগবান।
ডুবে যাওয়া সূর্যের করুণ আলো।
সব কিছুতেই প্রথম, চার দিকে নাম।
লোকে বলে, 'সন্তানকে নিয়ে অহংকার করতে নেই'।
সময়ের স্রোত নদীর মতো, আজ শান্ত, কাল অথৈ।
জীবনের পথ অজানা, তাই গুলিয়ে ফেলার বদনাম।
নাম হঠাৎ তলিয়ে গেল অথৈ জলে।
রোগ ভগবানের মতোই পক্ষপাতী।
মৃত্যুর মর্ম বোঝার ক্ষমতা নেই, তবে জীবন আত্মঘাতী।
চলে যাওয়ার ছিল না, তবু গেল চলে।
বাবার জ্বালা পাহাড় সমান।
মা-এর জ্বালা সমুদ্র তল।
অনন্ত অবসাদ চোরা বালির অতল।
বাঁচার ভিড়ে হঠাৎ তলিয়ে যাওয়ার মরণপণ।
বাড়ি ঘর সব আছে, তবু কেন ফাঁকা?
বেঁচে থাকা কেবল মৃত্যুর অপেক্ষায়-
জীবনকে ভালোবেসে নয়।
পাশে গোটা পৃথিবী, তবু কেন একা?