কে বাঁচবে?
কার সাধ্য আছে বাঁচার?

যে মাছ জলে সাঁতার কাটে,
জল না খেয়ে কী সে থাকতে পারে!
যে পায়রা হাওয়ায় ওড়ে,
মেঘের জলীয় বাষ্প তার গায়ে লাগবেই!
যে ছাগল বনে চরে,
কাঁটা ঝোপের কাঁটা তার হাড়ে ফুটবেই!
যে পিঁপড়ে বালির ঘর বানায়,
তার রক্তে বালি মিশবেই!

আমি তুমি ঘরে থাকি।
ঘরে ঘরে সংক্রমণ।
আমি তুমি মুক্ত নই।
ঘরে ঘরে বিপদ।


সাঁতার কাটো, আকাশে ওড়ো, বনে চরো, বালির ঘর বানাও...
এই দুর্যোগের দিনে কেবল মাথা তুলে বেঁচে থাকো !