১)
মানুষের মন বলতে কি কিছুই নেই!
বাগান পরিষ্কার করাবে,
তাই দুটো না খেতে পাওয়া অনাথ বাচ্চাকে ধরে এনেছে।
'একেক জনকে পঞ্চাশ দেবো,
ভালো করে বাগান পরিষ্কার করে দে।
এই তুলসী গাছ দুটো তুলবি না'।
পেটের দায়ে কাজে লেগে যাওয়া-
এক বেলায় পঞ্চাশ টাকা ভিক্ষা:
কথার কথা নয়!
মনের তুলসী গাছ এখন বিছুটি পাতা!
২)
মানুষের হৃদয় বলতে কি কিছুই নেই!
পথ পরিষ্কার রাখতে পথশিশুর ওপর দিয়ে
চালিয়ে দিলো গাড়ি।
'বাড়িতে বাক্স খাট থাকতে
ও পথে ঘুমাচ্ছিলো কেন'?
আরে পথ তো কারো জমিদারি নয়,
পথের দাবি সবার
আর এই দাবির জন্যই তো
দিন রাতের দিনরাত লড়াই।
মানুষের হৃদয় দিনের বেলাতেও এখন হেড লাইট জ্বালাচ্ছে-
এত অন্ধকারে আচ্ছন্ন!